ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৭:০৭
বাংলা বাংলা English English

রাজশাহীতে সাংবাদিকদের মারপিট করা দুজন সাময়িক বরখাস্ত


রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ভাণ্ডার রক্ষক জীবন ও ড্রাইভার আব্দুস সবুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের চলমান আন্দোলনে এসে এ ঘোষণা দেন বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান।

এ সময় তিনি বলেন, সাংবাদিকদের মারধরের ঘটনায় সরাসরি জড়িত থাকায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, এদিন সকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারীদের হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলাম। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার সোহেল রানা বলেন, হামলার বিষয়ে আমরা এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সব খবর