ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ১১:০৩
বাংলা বাংলা English English

পয়সা কড়ি মেহেদী হাসান জীবন


আজ আমার পয়সা কড়ি নেই বলে আজ আমার ভালো খাবার খাই নাই
তাতে আমার কোন দুঃখ নেই ।
আজ আমি যখন কলেজ যাই তখন আমি কলেজ এর বারান্দা থেকে টাকার গন্ধ পাই সেই এক বড় ট্রাজেডি সে খানে যে পয়সা কড়ি খেলা।
মা -বলে! বাবা আজ তোদের টাকা নাই তাতে কি হয়েছে বাবা ঠিক একদিন হবে। দেখি মায়ের চোখে এ জল ছলছল করে।
পয়সা কড়ি নেই বলে আমরা কোন দুঃখ নেই ।
আমি সেই হতভাগা না রে পয়সা কড়ি জন্য অন্ধকারে রাত লড়াবে।
পয়সা-কড়ি নেই কিন্তু সুন্দর সুখের এক ধরনের গভীরতর সুখ বোধহয় নিহিত আছে।
বাবা কখনো কাতেঁ দেখি নি আমার বাবা মতো বাবা দেখি না কখনো।
আমাদের পয়সা কড়ি নাই তাতে কি আমাদের ঘরে সুখ ছিল।
ঠিক যেন নজরুল রবীন্দ্রনাথ মতো সুখ
এই সুখ বোধহয় বড় বাবুদের ঘরে নেই ।
পয়সা কড়ি নেই কিন্তু সুন্দর সুখের আমাদের একটা পরিবার আছে।

কবি পরিচিতি : মেহেদী হাসান জীবন ।২০০২ইং ২৩ ফেব্রুয়ারি বরিশাল জেলার বন্দর থানার :চন্দমোহন গ্রামের মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কুদ্দুস হাং মাতা নাম জোছনা বেগম। কবি যৌথ গ্রন্থ : কবিতার আলো ;শত স্মৃতির কাব্য মালা ; প্রবাসী তোমার অপেক্ষায় প্রেয়সী;

ফিলিস্তিনের কান্না ; মোবাইল নাম্বার 01877278675
কবি মেহেদী হাসান এর অনেক লেখা পড়াতে পাবেন ফেসবুক আইডি তে : S M Media Hasan

সব খবর