ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৮:১৮
বাংলা বাংলা English English

বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা


বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে এ মতবিনিময় সভা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন সব শিক্ষার্থী সমান মেধাবী নয় তাই শিক্ষা প্রদানে আরও যতœবান হতে হবে। মনে রাখবেন উন্নত দেশ গড়তে যোগ্য নেতৃত্ব ও আগামী প্রজন্ম হতে হবে আরও আধুনিক শিক্ষায় শিক্ষিত আলোকিত মানুষ।”এবং শিক্ষার পাশাপাশি খেলাধূলাসহ সাহিত্য সংস্কৃতি ও ক্লাসের বই ছাড়াও জ্ঞান অর্জনে নিয়মিত বই পড়ার অভ্যাস করতে হবে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহম্মদ আজিজুর রহমান। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হাফিজ আল আসাদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ মোসাবেবরুল ইসলাম। সভার শুরুতেই স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস।

উক্ত মতবিনিময় সভায় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রধান অতিথির দৃষ্টি কামনা করেন এবং অতি গুরুত্ব পূর্ণ ৪টি বিষয় তুলে ধরে বাগেরহাট সরকারি বালক ও বালিকা উচ্চ বিদলয়ের অভিভাবক ফোরামের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের বরাবরে স্বারক লিপি প্রদান করেন ফোরামের নেতৃবৃন্দরা।

সব খবর