ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, বিকাল ৪:০৪
বাংলা বাংলা English English

হরিনাকুন্ডুতে মেধাবী শিক্ষার্থীরাদের মাঝে বাইসাইকেল বিতরণ


হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার এলজিএসপি-৩ প্রকল্পের উ‌দ্যো‌গে গরীব ও মেধাবীদের মাঝে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়। বুধবার ( ১৪ সেপ্টেম্বর ) বিকাল ৪টার দি‌কে জোড়াদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্কুল ছাত্রছাত্রীদের হাতে এ বাইসাইকেল তুলে দেওয়া হয় ৷

‌ চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম (বাবু মিয়া) সভাপতিত্বে ইউপি সচিব সৌরভ কুন্ডু সঞ্চালনায় প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। এ সময় ‌প্রধান অতি‌থি বক্তব্যে বলেন, বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনা বৃদ্ধি, লেখাপড়ায় মননিবেশ করা সহায়ক হিসেবে এই বাইসাইকেল লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রিপন মন্ডল, মহিলা প্যানেল চেয়ারম্যান হাসিয়া খাতুন, জোড়াদহ ক্যাম্পের এস আই রিপন মন্ডল, সহ এলাকার গন্যমান্য ব্য‌ক্তিবর্গ।

সব খবর