ঢাকা, রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:৫৬
বাংলা বাংলা English English

মুলাদীতে বিদ্যালয় রক্ষার্থে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন


মুলাদীতে বিদ্যালয় রক্ষার্থে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার বাটামারা ইউনিয়নের এবিআর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আড়িয়ালখা নদের পাড়ে মানববন্ধন করে। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। জানা গেছে, উপজেলার বাটামারা ইউনিয়নের এবিআর মাধ্যমিক বিদ্যালয়টি আড়িয়ালখা নদের পূর্ব দিকে এবং জয়ন্তী নদীর পর্শ্চিম পাড়ে রয়েছে। বর্ষা মৌসুমের শুরু এবং শেষের দিকে এই দুই নদীর ভাঙন দেখা দেয়। অব্যহত নদী ভাঙনে বিদ্যালয়টি হুমকির মুখে পড়েছে। আড়িয়ালখাঁ ও জয়ন্তী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভাঙন বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এবিআর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইমরুল কায়েস লিয়ন বলেন, উপজেলার পার্শ্ববর্তী কালকিনি ও মাদারীপুর থেকে কিছু লোক এসে স্থানীয় কয়েকজনের সহায়তায় আড়িয়ালখা ও জয়ন্তী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে। ফলে নদী ভাঙন বেড়ে যায়। এভাবে ভাঙতে থাকলে এবিআর মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, আলীমাবাদ বাজার ও বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এলাকার একমাত্র মাধ্যমিক বিদ্যালয়টি নদী ভাঙন থেকে রক্ষার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা মানববন্ধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, এবিআর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মেহেদী হাসান, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন তালুকদার, সহকারী শিক্ষক মো. বশির উদ্দীন, সোহেল খান, মহুয়া আক্তার, অধ্যাপক মহসিন উদ্দীন খান, জাহিদ হাসান, জিয়াউল সরদার প্রমুখ।

সব খবর