ঢাকা, রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, রাত ১১:৩৪
বাংলা বাংলা English English

বঙ্গোপসাগরে নিখোঁজের ৭ দিন পর জেলের লাশ উদ্ধার


বরগুনার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ৭ দিন পর মোশারফ হোসেন শরিফ (২৫) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) জেলের মরদেহ উপজেলার তাফালবাড়ীয়া গ্রামে তার নিজ বাড়ীতে জানাজা শেষে দাফন করা হয়েছে।
এর আগে বৈরি আবহাওয়া উপেক্ষা করে জীবিকার তাগিদে মাছ শিকারে গিয়ে জাল টানার সময় গত রোববার (১১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষিদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মোশারফ উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়ীয়া গ্রামের শহীদ শরিফের ছেলে।
মোশারফ এর ভাই মো. জাফর মিয়া জানান, তালতলীর ছকিনা এলাকার লোকজনের মরদেহ ফাতরার বনে এক দেখতে পেয়ে স্থানীয় মেম্বার জামালকে জানালে তিনি আমাদের জানালে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত একটার দিকে ওই এলাকায় গিয়ে আমার ভাইয়ের মরদেহ চিনতে পেরে বাড়ীতে নিয়ে আসি। আজ দুপুরের দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোশারফের মরদেহ সনাক্ত করেছে তার পরিবার। আজ দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সব খবর