ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, বিকাল ৩:৪৮
বাংলা বাংলা English English

সাতক্ষীরা কলারোয়া সীমান্তে ভারতীয় মেডিসিন উদ্ধার


কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মেডিসিন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
রবিবার রাতে উপজেলার সীমান্তবর্তী গ্রাম ভাদিয়ালির মাঠ থেকে, যৌন উত্তেজক ট্যাবলেট ডেকসা ম্যাথজন ও ডাইক্লোফেনাক ফরর্টি উদ্ধার করে কাকডাঙ্গা বিজবির সদস্যরা। যার আনুমানিক মূল্য ৪৬লক্ষ ৬০হাজার টাকা।
বিজিবি সদস্যরা গোপন সংবাদ মাধ্যমে জানতে পারেন, একদল চোরাচালানী ভারতীয় মেডিসিনের চালান চোরাইপথে নিয়ে আসছে। এসময় কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির সদস্যরা তাদেরকে ধাওয়া করলে মেডিসিন ফেলে চোরাচালানিরা পালিয়ে যায়।
এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সাতক্ষীরা ৩৩ বিজিবির কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারী নিজেই বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

সব খবর