ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, রাত ৯:৩৩
বাংলা বাংলা English English

বৃহস্পতিবার কোথায় কখন লোডশেডিং


জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি কমাতে সরকারের ঘোষণা অনুযায়ী সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। কোন এলাকায় কখন লোডশেডিং, তার সময়সূচি আগেই জানিয়ে দেয় সেবা সংস্থাগুলো।

গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকাও প্রকাশ করে আসছে।

নিয়মানুযায়ী, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো লোডশেডিং শুরু করছে সকাল ১০টায়, চলবে রাত ১০টা পর্যন্ত।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে এ তালিকা দেখা যাবে।

এ ছাড়া ঢাকার বাইরের বিভিন্ন এলাকার লোডশেডিং শিডিউল প্রকাশ করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। নিচের লিংকে ক্লিক করে চলুন দেখে নেয়া যাক, কখন কোথায় লোডশেডিং।

ডেসকো

ডিপিডিসি

ওজোপাডিকো

নেসকো (রাজশাহী অঞ্চল)

নেসকো (রংপুর অঞ্চল)

সব খবর