ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, সকাল ৮:০৮
বাংলা বাংলা English English

ঝালকাঠিতে ভিনেচার স্পীডসহ হার্ডওয়ার ব্যবসায়ী আটক


ঝালকাঠিতে ৩৮ লিটার ভিনেচার স্পীডসহ হার্ডওয়ার ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে শহরের গুরুধাম স. প্রাথমিক বিদ্যালয়ের পাশ^বর্তী আমানত এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সাহেদ হাওলাদারকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার স্বীকারক্তি অনুযায়ী দোকান থেকে ভার্নিস করায় ব্যবহৃত ৩৮ লিটার ভিনেচার স্পীড উদ্ধার করা হয়।
ঝালকাঠি মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৮ লিটার ভিনেচার স্পীড উদ্ধার করা হয়। এই স্পীড কেহ লাইসেন্স ব্যতিত বিক্রী বা মজুদ করতে পারবেনা। তাই তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক করে নিয়ে আসা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে লাইসেন্স বর্হিভুত ৩৮ লিটার ভিনেচার স্পীডসহ আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা না দিয়ে ভ্রাম্যমান আদালত বসানোয় ক্ষোভ জানিয়েছেন অনেকে।
এস এম রেজাউল করিম, ঝালকাঠি।

সব খবর