ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৬:৪০
বাংলা বাংলা English English

মাদক সরবরাহে পুলিশ, সাংবাদিক ও বিত্তবানরা: স্বরাষ্ট্রমন্ত্রী


সাংবাদিক, পুলিশ ও বিত্তবানরাও মাদক সরবরাহ করেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যারা করেন তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। কেউ বাদ যায় না।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মাদকাসক্তি নিরাময়ে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি জেলখানায় গিয়ে দেখুন, মাদকের মামলায় পুলিশের সদস্য যেমন আছেন, র‌্যাবের সদস্যও আছেন, তেমনি অন্য ব্যবসায়ীরাও রয়েছেন। পুলিশ বলে তার জন্য আইন আলাদা হবে, বিষয়টি এমন নয়।’

ডোপ টেস্টের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পুলিশে যারা মাদক নেয়, তদের ডোপ টেস্ট করা হচ্ছে। ডোপ টেস্টে পজিটিভ হলে তাকে বরখাস্ত করা হচ্ছে। পুলিশ-বিজিবি সব জায়গায় ডোপ টেস্টের প্রচলন রয়েছে।’

 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও আমরা ডোপ টেস্ট করাব। তারা মাদকাসক্ত হচ্ছে কি-না দেখার জন্য, বলেন তিনি।

চিকিৎসকদের মাদক গ্রহণের বিষয়ে তিনি বলেন, শোনা যায় সবচেয়ে বেশি মাদক গ্রহণ করেন চিকিৎসকরা। তবে বিষয়টি আমার জানা নেই। চিকিৎসক, সাংবাদিক, ইঞ্জিনিয়ারও মাদক নিয়ে থাকে। চিকিৎসকরা মাদক নেবে না এমনতো কথা নেই। দু’একজন পথভ্রষ্ট হতে পারে।

সব খবর