ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:৩০
বাংলা বাংলা English English

ধানদিয়া বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু


সাতক্ষীরায় টমেটো ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ৩ সন্তানের জনক মোঃ ইছাক আলি খা (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে। তিনি আলিপুর গ্রামের মৃত নামদার খার ছেলে।

এলাকাবাসী জানান, সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাড়ি সংলগ্ন টমেটো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিলে তিনি ঠিক করার চেষ্টা করেন। এসময় মেইন সুইজ অফ না করেই কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন থানার অফিসাররা ঘটনাস্থলে গেছে।

সব খবর