ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, দুপুর ২:২১
বাংলা বাংলা English English

আর্থিক প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা


আমানতকারীদের স্বার্থরক্ষা ও ঋণের শৃঙ্খলা ফেরাতে আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব সাবসিডিয়ারি এবং সহযোগী প্রতিষ্ঠানের ঋণ প্রদান, ‍সুদ মওকুফ ও বিতরণ করা ঋণ অবলোপনে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কতিপয় আর্থিক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩-এর ১৪(গ) ও ১৬ ধারার ব্যত্যয় ঘটিয়ে সাবসিডিয়ারি/সহযোগী প্রতিষ্ঠানগুলোয় সীমাতিরিক্ত বিনিয়োগ করছে। এ ছাড়া সেসব প্রতিষ্ঠানে দেয়া ঋণের সুদ মওকুফ কিংবা ঋণ অবলোপনের ক্ষেত্রে বিদ্যমান বিধিবিধান লঙ্ঘনের ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এর ফলে আর্থিক খাতের ঋণ শৃঙ্খলা ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানসমূহের ঋণ/বিনিয়োগ ফেরত না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

তাই আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের স্বার্থে এবং এ খাতে ঋণ শৃঙ্খলা আনার লক্ষ্যে এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব সাবসিডিয়ারি/সহযোগী প্রতিষ্ঠানে ঋণ বা বিনিয়োগ প্রদান, সুদ বা মুনাফা মওকুফ ও বিতরণ করা ঋণ অবলোপনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮(ছ) ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

 

সব খবর