ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার আলমগীর হোসেন নামের একজন কৃষকের আবাদকৃত লাউ গাছের গোড়া কেটে দিয়েছে দূর্বৃত্তরা।
১০ কাঠা জমির ধরন্ত বানের লাউগাছ রাতের আধারে কেটে দিয়েছে! এই ক্ষেত থেকে প্রতিদিন গড়ে ১২০০/১৩০০ টাকার লাউ বিক্রি হচ্ছিলো!
তিনি বলেন কারও কাছে কোন বিচার চাইবো না! শুধু জানিয়ে রাখলাম, যে কুলাঙ্গার এই নিকৃষ্ট কাজটি করেছে তার কপালে চরম দূর্ভোগ আছে! একটা অন্যায় তার সারাজীবনের কান্নার কারণ হবে! শুধু নিশ্চিত শনাক্তের অপেক্ষায় রইলাম।