ঢাকা, মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৫ হিজরি, সকাল ৯:১৯
বাংলা বাংলা English English

পাবনার আটঘরিয়ায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন: শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আলাল


“নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ অেক্টোবর) সকালে উপজেলা থেকে একটি র‌্যালি বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।

বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার,
একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রাণী মণ্ডল, তথ্য কর্মকর্তা সুলতানা সানজিদা তুলি প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, দেবোত্তর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলালকে আটঘরিয়া উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ঘোষণা করা হয়। শ্রেষ্ঠ সচিব নির্বাচিত হয়েছেন একদন্ত ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ, শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন শ্রী জগনাথ সরকার। তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সব খবর