ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৯:৪৯
বাংলা বাংলা English English

বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু


শেরপুরে বন্যহাতির পায়ের নিচে পিষ্ট হয়ে নিহত হয়েছেন অবিজল (৫৫) নামে এক কৃষক।

শনিবার (৫ নভেম্বর) রাতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত অবিজল ওই ইউনিয়নের তাওয়াকুচা টিল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ওই কৃষকের ধানক্ষেতে বন্যহাতির দলে ঢুকে পড়ে। ক্ষেত রক্ষা করতে গিয়ে হাতির পায়ে নিচে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

কাংশা ইউনিয়নের ইউপি সদস্য রহমত আলী জানান, ধানক্ষেতে হাতির দল আক্রমণ করলে তাদের ফেরাতে গিয়ে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৃষক অবিজলের মৃত্যু হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করেছেন।

সব খবর