ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৯:৫৭
বাংলা বাংলা English English

রাজশাহী মহানগরীতে সড়ক নিরাপত্তা বিষয়ক এডভোকেসি বৈঠক অনুষ্ঠিত


সড়কে দূর্ঘটনার হার নিয়ন্ত্রণ ও স্থানীয় পর্যায়ে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মহানগরীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে “সড়ক নিরাপত্তা বিষয়ক এডভোকেসি বৈঠক” শীর্ষক আলোচনা সভা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের সাথে যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় আরএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে “সড়ক নিরাপত্তা বিষয়ক এডভোকেসি বৈঠক” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য অধ্যাপক চৌধুরী সরোয়ার জাহান।
সভায় পুলিশ কমিশনার বলেন, শহরে ইজিবাইক ব্যবস্থাপনা ও ইজিবাইক চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। আমরা এ বিষয়টি নিয়ে কাজ করতে আগ্রহী। সমন্বিতভাবে কাজ করলে সকলের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা সহ সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এছাড়াও পুলিশ কমিশনার সড়ক নিরাপত্তা বিষয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা, সড়ক দূর্ঘটনা রোধকল্পে চলাচলের সময় সঠিকভাবে সড়ক ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে রেড ক্রিসেন্টের সহায়তায় সড়ক পারাপার ও সচিত্র সচেতনতা প্রচারাভিযানের উদ্যোগের পরামর্শ দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান রেড ক্রসের হেড অব অফিস, গৌরব রয়, প্রজেক্ট ডেলিগেট জার্মান রেড ক্রসের জনাব জলিল লোন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোঃ মহিউদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন নগর পরিকল্পনা বিভাগ, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, চেম্বার অব কমার্স, নিরাপদ সড়ক চাই (নিসচা)সহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

সব খবর