সাংবাদিক সোহেল রানা’র পিতা উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মরহুম আবুল কাশেম মুন্সী’র রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার ৫টি মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ বাজার বাইতুল আমান জামে মসজিদ, পৌরসভার ৮নং ওয়ার্ডের মাঝি বাড়ি জামে মসজিদ, পশ্চিম ভরপাশা আল-মদিনা জামে মসজিদ, আব্দুল মালেক জোমাদ্দার জামে মসজিদ ও পশ্চিম ভরপাশা বাইতুল নাজাত জামে মসজিদে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত শেষে তাবারক বিতরন করা হয়।
বিভিন্ন মসজিদে মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা নিজাম উদ্দিন মাহমুদ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবদুল জব্বার, মাওলানা মোস্তফা হাওলাদার ও মাওলানা শাখায়ত হোসেন৷