ঢাকা, শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি, দুপুর ১:২৫
বাংলা বাংলা English English

দুর্নীতিবাজদের রাজনৈতিক দলগুলো দেশ-মানুষের শত্রু


নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দুর্নীতিবাজদের রাজনৈতিক দলগুলো দেশ-মানুষের শত্রু; তাদেরকে চিহ্নিত করে তাদের রাজনৈতিক কর্মকান্ডকে ‘না’ বলার দায়িত্বও আমজনতার।

১৯ ডিসেম্বর সকাল ১০ টায় বিডব্লিউএফ মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিজয়ের মাসে দুর্নীতিকে না বলুন’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোমিন মেহেদী আরো বলেন, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে কালো টাকার মালিকদেরকে কারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে, তা জনগণ জানে; কিন্তু ভয়ের কারণে প্রকাশ করে না। নতুনধারার রাজনৈতিক গবেষণা সেল নেই ব্যক্তিদের তালিকা তৈরি করছে।

সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, উপদেষ্টা পর্ষদ সদস্য আলতাফ হোসেন রায়হান, চেয়ারম্যান-এর উপদেষ্টা, দৈনিক মাতৃভূমির খবব-এর সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ সরকার রানা, জাতীয় সাংস্কৃতিকধারার সদস্য বিমল সাহা, সরাইল এনডিবির আহবায়ক হুমায়ুন কবির জীবন, মো. রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।

সব খবর