ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:৩৮
বাংলা বাংলা English English

যানজট ভোগান্তি শেষ হবে কবে?


প্রতিনিয়ত যানবাহনে যাতায়াতে ভোগান্তীর শিকার হতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে রাজধানীতে তীব্র যানজটে বসে থেকে নগরবাসীর নাকাল অবস্থা তৈরি হয়। রাজধানীর বিভিন্ন সড়কের মূল পয়েন্টে দেখা যায় যানজট। রাজধানীর মতিঝিল, পল্টন, রামপুরা, বিজয়স্বরনীসহ অনেক গুরুত্বপূর্ণ সড়কেই প্রায় সময়ই যানযট লেগেই থাকে। বিভিন্ন রাজনৈতিক সমাবেশ ও অন্যান্য রাজনৈতিক কর্মকান্ডের কারণেও প্রায় সময় এই যানজট সৃষ্টি হচ্ছে। কোনো সিগনাল না থাকলেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজনৈতিক কোনো অনুষ্ঠানের কারনে রাস্তা সংকির্ণ করা হয়েছে। এতে থেমে থেমে গাড়ী চলছে ফলে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানযট সৃষ্টি হচ্ছে। সাধারণত সকালে কিছুটা যানযট তৈরি হলেও বেলা বাড়ার সাথে সাথে যানযট আরও তীব্র হয়। এতে সবচাইতে বিপদে পড়তে হয় চাকুরিজীবি ও শিক্ষার্থীদের। বর্তমানে পুরো রাজধানী জুরে যানযট একটি নিয়মিত ঘটনা। ৫০ লক্ষ মানুষের বসবাস উপযোগী ঢাকা শহরের মোট জনসংখ্যা বর্তমানে প্রায় এককোটি ৭০ লক্ষের মতো। এই বাড়তি জনসংখ্যার চাপের সঙ্গে আরও বহুবিধ কারণে ঢাকার যানজট অসহনীয় হয়ে উঠছে। কোনো মেগাসিটির আয়তনের তুলনায় ২৫ শতাংশ রাস্তা থাকার প্রয়োজন কিন্তু ঢাকার রাস্তার আয়তন ১০ শাতাংশেরও কম। ফুটপাত দখল, রাস্তা মেরামতে সমন্বয়হীনতা, পরিকল্পনাহীন স্থাপনা নির্মাণ, অপরিকল্পিত সিএনজি স্টেশন, অবৈধ গাড়ি পার্কিং চালকদের অসচেনতা, ট্রাফিক আইন না মানার প্রবণতা, ট্রাফিক পুলিশের দায়িত্ব সচেনতার অভাব, ঘুষ গ্রহণ অবৈধ বা লাইসেন্সহীন গাড়ীল কারণেও যানজট বৃদ্ধি পায়। ফলে নগরবাসীর জীবনযাপনের ওপর যানজটের কুপ্রভাব পড়ছে মারাত্মকভাবে। অনেক রোগী এম্বুলেন্সে থেকে দ্রুত হাসপাতালে পৌছাঁতে না পেরে সীমাহীন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। যানজটে আটকে থেকে অনেক মানুষের মানসিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যানজটের কারণে টেনশন বাড়, বাড়ে হৃদস্পন্দন আর রক্তচাপ, ফলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায় তিন গুণ। এছাড়া যানজটের ফলে নির্গত অতিরিক্ত কালো ধোঁয়অ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ঢাকার যানজট রিসনে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সরকারি উদ্যোগ দেখা গিয়েছে। এর মধ্যে আছে রাস্তা সংস্কার, ফুটতাপ নির্মণ, ওভারব্রিজ, আন্ডারপাস, ফ্লাইওভার নির্মাণ। এরপরও যানজট রয়েই গেছে। সরাকারকে খুব দ্রুত আরো কিছু কার্যকরী পদক্ষেপ নিতে হবে, যেমন ট্রফিক ব্যবস্থার আধুনিকায়ন, রাস্তার অবৈধ স্থাপন উচ্ছেদ ও অন্যান্য আরও কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যানযট নিরসনের চেষ্টা করতে হবে।

সব খবর