ঢাকা, শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি, দুপুর ১২:১৫
বাংলা বাংলা English English

শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বইমেলায় হিজড়াদের চাঁদাবাজি


বইমেলায় চাঁদাবাজি করছে হিজড়ারা।

চলছে বাঙালির প্রাণের বইমেলা। মেলার পরিবেশ ও নিরাপত্তা নিয়ে পাঠক ও দর্শনার্থীদের এতদিন সন্তুষ্টি থাকলেও বইমেলায় এখন চলছে উন্মুক্ত চাঁদাবাজি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বইমেলা প্রাঙ্গনে স্টলে স্টলে গিয়ে একদল হিজড়া চাঁদাবাজি শুরু করে।

সরেজমিনে দেখা যায়, হিজড়ারা দুটি দলে বিভক্ত হয়ে স্টলগুলোতে ঘুরছেন এবং টাকা চাইছেন। কেউ তাদের থেকে মুক্তি পেতে টাকা দিচ্ছেন।

তবে, যারা টাকা দিতে অপারগতা প্রকাশ করছেন তাদের হতে হচ্ছে অপমানের শিকার। হিজড়া তাদের অকথ্য ভাষায় গালমন্দ করে চলে যাচ্ছেন।

গণ-মাধ্যম হিজড়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা গালমন্দ করে চলে যান। তাদের কেউ কথা বলতে চাননি।

বইমেলায় স্টল মালিকদের থেকে জানা যায়, হিজড়ারা আজকে থেকে চাঁদাবাজি করছেন, তাদের টাকা না দেয়ায় ‘মুদি দোকান খোল’ বলেই খান্ত হন নাই। গালি গালাজ করও করছে।

এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. জুননুন হোসেন সময় সংবাদকে জানান, আমারা আজকেই শুনলাম একথা, আপনাদের থেকে। যদি এমন কোন ঘটনা ঘটে আমরা আইনআনুগ ব্যবস্থা গ্রহন করবো।

তিনি আরও জানান, আমরা এবার নিরাপত্তা ও মেলার সুষ্ঠ পরিবেশ রক্ষার্থে অনেক এফোর্ড দিচ্ছি। এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত।
কাল থেকে এমন কিছু ঘটবে না বলে তিনি আশ্বস্ত করেন।

সব খবর