ঢাকা, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, ভোর ৫:২০
বাংলা বাংলা English English

নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়ার ৫ লাখ টন শস্য রফতানির ঘোষণা


ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে একের পর পর নিষেধাজ্ঞার কবলে রাশিয়া। তবে সব নিষেধাজ্ঞা পেছনে ফেলে চলতি অর্থবছরে (২০২২-২৩) রাশিয়া ৫ লাখ টন শস্য রফতানি করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক হিসেবে অবস্থান ধরে রাখবে। এছাড়া চলতি অর্থবছরে দেশটি ৫৫ থেকে ৬০ মিলিয়ন টন শস্য রফতানি করবে।

পুতিন বলেন, রাশিয়া গত বছর রের্কড পরিমাণ শস্য সংগ্রহ করেছে। এতে চলতি অর্থবছরের শেষ নাগাদ রফতানির পরিমাণ দাঁড়াবে ৫০ থেকে ৬০ মিলিয়ন টনে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার কৃষি মন্ত্রণালয় বৃহত্তর বৈশ্বিক চাহিদার কারণে চলতি বছরের ৩০ জুনের মধ্যে রফতানির পূর্বাভাস বাড়িয়েছে। এতে রফতানির পূর্বাভাস ৫০ মিলিয়ন টন থেকে বাড়িয়ে ৫৫ থেকে ৬০ মিলিয়ন টনে উন্নীত করা হয়েছে।

 

রাশিয়ার পরিসংখ্যান পরিষেবার সবশেষ তথ্য অনুযায়ী, গত বছর রাশিয়ার কৃষকরা রেকর্ড ১৫৩ দশমিক ৮ মিলিয়ন টন শস্য সংগ্রহ করেছে। এর মধ্যে গম রয়েছে ১০৪ দশমিক ৪ মিলিয়ন টন। যা ২০২১ সালের তুলনায় বেড়েছে ২৬ দশমিক ৭ শতাংশ।

উল্লেখ্য, ২০১৭ সালে দেশটি রেকর্ড পরিমাণ ১৩৫ দশমিক ৫ মিলিয়ন টন শস্য সংগ্রহ করেছিল।

 

সব খবর