ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, বিকাল ৪:৫৫
বাংলা বাংলা English English

হিন্দি সিনেমার আমদানি নিয়ে যা জানালেন ডিপজল (ভিডিও)


বাংলাদেশে হিন্দি সিনেমা চালানো নিয়ে অনেক দিন ধরেই কেউ কেউ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি হিন্দি সিনেমা আমদানি ও মুক্তি নিয়ে আবারও সরব হয়ে উঠেছে সিনেমাপাড়া। এ নিয়ে পক্ষ-বিপক্ষে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। তবে চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত ডিপজল বরাবরই হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হন ডিপজল। এ সময় দেশে হিন্দি সিনেমা চালানো প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? এটা আমি সমর্থন করি না। হিন্দি সিনেমা কোনো সমাধান নয়। আমাদেন সিনেমা দিয়েই সমাধান করতে হবে। আগেও চলচ্চিত্রে অস্থিরতা ছিলো, তখন আমরাই উত্তরণ করেছিলাম।’

ডিপজল যোগ করেন, ‘গেল ঈদের সিনেমা দিয়ে তো প্রেক্ষাগৃহে দর্শক ফিরেছিল। ভালো গল্প উপহার দিলে, দর্শক অবশ্যই হলমুখী হবেন। বাঙালি হিন্দি নয়, বাংলা সিনেমা দেখতে চায়। আমার বিশ্বাস, আমাদের সিনেমা নতুন করে ঘুরে দাঁড়াবে।’

হিন্দি সিনেমা থেকে শিল্পী সমিতির ১০ শতাংশ লভ্যাংশ দাবির বিষয়ে এই অভিনেতা বলেন, ‘হিন্দি সিনেমার কাছে শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি। এটা মুনাফিকের কাজ। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভ্যাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্যভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে?’

সব খবর