ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, রাত ৯:১০
বাংলা বাংলা English English

সৌরজগতের বাইরে গ্রহ আবিষ্কার


সৌরজগতের বাইরে একটি গ্রহ আবিষ্কার করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। বলা হচ্ছে, গ্রহটি ‘অস্বাভাবিকভাবে বড়’। ছোট একটি তারকাকে কেন্দ্র করে ঘুরছে এটি।
শিল্পীর আঁকা টিওআই ৫২০৫বি গ্রহ। ছবি: সিএনএন

আমাদের পৃথিবী থেকে ২৮০ আলোকবর্ষ দূরে এর অবস্থান। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে নতুন গ্রহ আবিষ্কারের খবর জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, নতুন আবিষ্কৃত গ্রহটির নাম দেয়া হয়েছে টিওআই ৫২০৫বি। তবে অস্বাভাবিক বড় আকারের হওয়ায় একে ‘নিষিদ্ধ গ্রহ’ও বলছেন বিজ্ঞানীরা। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ জুপিটার বা বৃহস্পতি। নতুন আবিষ্কৃত গ্রহটি এই বৃহস্পতির আকারের প্রায় সমান।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘ট্রান্সিটিং এক্সোপ্লানেট সার্ভে স্যাটেলাইট’ (টেস) ব্যবহার করে গ্রহটি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। টেস স্যাটেলাইটের গ্রহ অনুসন্ধান মিশন শুরু হয় ২০১৮ সালে। এ মিশনে এখন পর্যন্ত কয়েক হাজার সম্ভাব্য গ্রহের সন্ধান পাওয়া গেছে।

সব খবর