ঢাকা, শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি, দুপুর ১:১৩
বাংলা বাংলা English English

বইমেলায় নারী উদ্যকতা কবি লেখক গীতিকার সুরকার শাহ পারভীন আখতারের দ্বিতীয় কাব্যগ্রন্থ


শাহ পারভীন আখতার একা দ্বারে গীতিকার ও সুরকার লেখক তার দারুন শক্তি শালী লেখনি ভাবায়, হাসায় কাঁদায় বৈচিত্রে ভরপুর দারুন সব সিরিজ মুগ্ধতায় ধরে রাখে পাঠককে স্মরনের মনিকোঠায়তার লেখনি গুলোর মধ্য অন্যত ম হলো আলকাশ,রুস্কাইয়া ব্লদা,বাবনিক সহ রুশ সিরিজ গুলোতো অনন্য অনবদ্য।এছাড়াও জনপ্রিয় গান ভালোবেসে মন দিয়েছি গানের গীতিকার সুর কার তিনি নিজেই। নিজ এলাকা খুলনার নারীদের উজ্জীবিত করতে বিভিন্ন সেবামূলক কাজ নিয়মিত যুক্ত রেখেছেন নিজেকে শাহ পারভীন।পাশাপাশি তরুণ-তরুণীদের নিয়েও আছে তার নানা উদ্যোগ। এছাড়াও লেখালেখিতেও বেশ মনোযোগী শাহ পারভীন।

সাহিত্য,সাংস্কৃতিক,রাজনৈতিক,মুক্তিযোদ্ধা ও অভি জাত একটি পরিবারে শাহ পারভীনের জন্ম। তাই লেখালেখি তার রক্তে,মুক্তিযুদ্ধ তার চেতনায়।কারণ অষ্টম শ্রেণিতে পড়াকালীন সময়ে তার ছোট ছোট কবিতা লেখার মাধ্যমে তার লেখালেখি শুরু।এর আগে ২০২০ তার লেখা প্রথম ক্যাবগ্রন্থ ‘মনের আয়নায় খুঁজি’ প্রকাশিত হয়।এবার তিনি লিখলেন দ্বিতীয় ক্যাবগ্রন্থ ‘মনের অব্যক্ত কথা’ বইটি অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে।বইটি প্রসঙ্গে লেখিকা শাহ পারভীন বলেন,‘আমার কবিতায় যে আবেগের ফসল তা বুঝা যায় কবিতাটির প্রতিটি কবিতা পড়লে।নিজের পুরো আবেগ ঢেলে মিষ্টি প্রেমের কবিতা রচনা করার চেষ্টা করেছি।

বইয়ের নাম মনের আয়নায় খুঁজি কিন্তু বইয়ে তুলে আনার চেষ্টা করেছি মানব মানবি পশু পাখী সর্ব চারিতরিক প্রেম। চাওয়া পাওয়া,পাওয়া না পাওয়া দুঃখ বেদনা হতাশা স্বপ্ন ইচ্ছা আত্ম গ্লানী বন্ধুত্ব ফাল্গু ন মিশ্রিত ও প্রেম। যা-সব শেণীর পাঠকদের আবেগী য় করে তুলবে। মাকে নিয়েও একটি সুন্দর কবিতা।আর আমার বাবার নামে বইটি উৎসর্গ করেছি বইটি কোনো শখের বসে লেখা না। আমি কোনো সিরিয়াস টাইপ লেখিকা হতে চাই না প্রতিবছর শুধু একটা বই লিখতে চাই। কারণ লিখতে আমার ভালো লাগে।বইটি প্রকাশ করছে কবি প্রকাশনী মেলায় ২০৭- ২০৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে মনের অব্যক্ত কথা ক্যাবগ্রন্থটি।

সব খবর