ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৭:১৭
বাংলা বাংলা English English

বরিশাল নগরীতে এইচআইভি এইড্স বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


এইচআইভি/এইড্স প্রতিরোধ প্রকল্পের আওতায় গতকাল লাইট হাউস এর আওতায় দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট, আইসিডিডিআর,বি এর অর্থায়নে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী, ধর্মীয় নেতা, আইনজীবী, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সিবিও প্রতিনিধিদের সাথে সংবেদনশীল সভা নিয়ে লাইট হাউস বরিশাল সাব-ডিআইসি’র উদ্যোগে সিভিল সার্জন সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান। বিশেষ অতিথি ডেপুটি সিভিল সার্জন ডাঃ সব্যসাচী দাশ। সভায় সভাপতিত্ব করেন বরিশাল লাইট হাউস ইনচার্জ মশিউর রহমান অপু। সিনিয়র স্বাস্থ্যশিক্ষা অফিসার মো: সৈয়দ জলিল, সিভিল সার্জন অফিস। উপস্থিত সকল সদস্যদেরকে সভায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সাথে সভায় স্বাগত বক্তব্য রাখেন। মশিউর রহমান অপু প্রকল্পের কার্যক্রম লাইট হাউজ এর কার্যক্রম ও বরিশাল সাব-ডিআইসির এমএসএম এবং হিজড়াদের নিয়ে পরিচালিত কার্যক্রম এর অগ্রগতি মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপনা করেন। মশিউর রহমান অপু এইচআইভি/এইডস সম্পর্কে আলোচনা করেন। তিনি এমএসএম ও হিজড়াদের মানবাধিকার ও নিরাপদ যৌনকাজ সম্পর্কে সকল অংশগ্রহনকারীদের সাথে খোলামেলা আলাপ করেন। বিভিন্ন প্রশ্নের জবাব দেন মশিউর রহমান অপু।
এছাড়া মুক্ত আলোচনায় সিভিল সার্জন লাইট হাউসের কার্যক্রম সম্পর্কে আরো জানতে চান। মশিউর রহমান অপু বলেন, এমএসএম ও হিজড়াদের মধ্যে এইচআইভি এইডস ঝুঁকি হ্রাস করা এবং তাদের মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য সকলের সহায়তা প্রয়োজন। সভায় লাইট হাউসের পরিচিতি ও কার্যক্রম এবং অর্জন নিয়ে আলোচনা করা হয়। সমাজের অনেক লোক এখনও এইচআইভি এইড্স এর ভয়াবহতা সম্পর্কে অবগত নন বিধায় তাদেরকে সচেতন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম বৃদ্ধি করার জন্য সুপারিশ করেন। সভায় বাংলাদেশসহ বিশ্বে বর্তমান এইচআইভি সংক্রমন অবস্থা ও এর সম্ভাব্য ভবিষ্যত নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় হিজড়া এবং এমএসএমদের প্রকল্পে অংশগ্রহন ও তাদের সমস্যা নিয়ে বিবিধ আলোচনা করা হয় এবং এইচআইভি এইডস ছড়ানোর ক্ষেত্রে ঝুকিপূর্ন জনগোষ্ঠী এমএসএম ও হিজড়াদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের বিকল্প পেশার উৎস তৈরী করার জন্য আহবান জানানো হয়। উম্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন জাহাঙ্গীর হোসাইন এসোসিয়েট প্রফেসর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ তিনি বরিশালে লাইট হাউসের কার্যক্রমে ভূয়সি প্রসংশা করেন সেই সাথে জনসচেতনতা সম্পর্কে তার ক্লাসে জানাবেন বলে জানায়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সাহানাজ পারভীন মহিলা কাউন্সিলর প্রতিনিধি, এ্যাডভোকেট মুরাদ হোসাইন, এ্যাডভোকেট সৈয়দা নাসরিন ও খান মোং আব্দুল করিম।দৈনিক কীর্তখোলা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও বরিশাল মেডিকেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খান আব্বাস,দৈনিক আমাদের বরিশাল পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক আহমেদ বায়েজিদ, দৈনিক বরিশাল বার্তা পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক মোঃ শাহাদাত, । এফপিএবির ম্যানেজার এনামুল হক, মোহাম্মদ মিজানুর রহমান আরএইচ স্টেপ ম্যানেজার, ইমাম, শিক্ষক ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অবহিতকরন কর্মশালায় সার্বিকভাবে সহযোগীতা করেন সৈয়দ জলিল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সিভিল সার্জন অফিস, বরিশাল। পরিশেষে উক্ত সভার সম্মানিত প্রধান অথিতি উপস্থিত সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

সব খবর