ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ৬:৩৩
বাংলা বাংলা English English

আরও ৪ জনের করোনা শনাক্ত


ফাইল ছবি

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ এক হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৫৩৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়। সুস্থ হয়েছেন ২০ লাখ তিন হাজার ৭৯৮ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

সব খবর