ময়মনসিংহের ত্রিশালে চালক নিয়ন্ত্রণ হারালে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
সোমবার (১৩ মার্চ) সকালে গণ-মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ত্রিশাল স্টেশন অফিসার মো. আবুল কালাম।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়ায় রোববার (১২ মার্চ) রাত আড়াইটার দিকে যাত্রীবাহী মাইক্রোবাসটি খাদে পড়ে যাওয়ার পর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গেলে দুই নারী ও এক শিশুসহ চারজন নিহত হন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চার জনের মরদেহ উদ্ধার করে । এগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।