বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি সোমবার (১৩ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত জমা দেয়া যাবে। মুঠোফোন বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দিতে পারবেন আবেদনকারীরা।
বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছিল গত ১ মার্চ সকাল ১০টা থেকে। আবেদনের সময় শেষ হয়েছে গতকাল রোববার (১২ মার্চ) বেলা ৩টায়।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী, বুয়েট ক্যাম্পাসে আগামী ২০ মে ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী পর্ব ও ১০ জুন চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। প্রাক্-নির্বাচনী পর্ব দুই পালায় অনুষ্ঠিত হবে।
দুই পালায় সকাল ১০টা ও বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নিতে পারবেন ১৮ হাজার শিক্ষার্থী। তাদের মধ্য থেকে উত্তীর্ণ ১ হাজার ৩০৯ শিক্ষার্থী (৪টি সংরক্ষিত আসনসহ) বুয়েটে ভর্তির সুযোগ পাবেন।