প্রবীণ ফটোসাংবাদিক জালালউদ্দিন হায়দার আর নেই। সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ৩টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আজ দুপুর আড়াইটায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
জালালউদ্দীন হায়দার ১৯৬৫ সালে পয়গাম পত্রিকার মাধ্যমে ফটোসাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি পিপিআই, পাকিস্তান টাইমস, পাকিস্তান অবজারভার, দৈনিক আজাদ, গণকণ্ঠ, দেশ, জনকণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিকে দায়িত্ব পালন করেন। ২০০০ সাল থেকে তিনি অবসর জীবনযাপন করছিলেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন পৃথক বিবৃতিতে জালালউদ্দিন হায়দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।