ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, রাত ১১:০৫
বাংলা বাংলা English English

বাংলাদেশ এভাবে খেলবে, চিন্তাও করিনি: পাপন


ছবি: সংগৃহীত

ঘরের মাটিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্স দেখে অবাক হয়েছেন ভক্ত থেকে শুরু করে বিসিবি প্রধানও।

গেল ১ মার্চ থেকে শুরু করে ১৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হলো বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। যেখানে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে ইংলিশদের ৩-০ ব্যবধানে বাংলাওয়াশ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টাইগারদের এমন খেলায় মুগ্ধ হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

তৃতীয় টি-টোয়েন্টি শেষে বিসিবি সভাপতি বলেন, ‘চট্টগ্রামের মতো উইকেটে বাংলাদেশ যেভাবে খেলেছে এবং ঢাকায়ও, সেটি অবিশ্বাস্য। এই ম্যাচে আমাদের লক্ষ্য ছিল ১৭০-১৮০ রান হবে। কিন্তু শেষ পাঁচ ওভারে আমাদের রান কম এসেছে। তারপরও এ ধরনের স্পোর্টিং উইকেটে আমরা ডমিনেট করে খেলতে পারব, সেটি কখনই চিন্তা করিনি।’

ইংলিশদের বিপক্ষে রান খরায় ভুগতে থাকা নাজমুল হোসেন শান্ত পেয়েছেন রানের দেখা। সে বিষয়ে পাপন বলেন, ‘শান্ত টি-টোয়েন্টিতে সেরা ওপেনার। অনেকদিন ধরে রান পাচ্ছিল না। এটি নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম। এখন সেই দুশ্চিন্তাও চলে গেল। খুব সুন্দর ব্যাটিং করেছে সে। ধারাবাহিকভাবে শান্ত যেভাবে রান করেছে, সেটি সাধারণত দেখা যায় না। এখানে ফিল্ডিংয়ের কথা বাদ দিলাম।’

এদিকে ইংল্যান্ডের মাটিতে সবশেষ ২০১১ সালে সিরিজ খেলেছে বাংলাদেশ। লম্বা এ সময়ে থ্রি লায়নদের মাঠে সিরিজ খেলার আমন্ত্রণ পায়নি টাইগাররা। সাকিব-লিটনদের এমন পারফরম্যান্সের পর ঘরের মাঠে সিরিজ আয়োজনের আশ্বাস দিয়েছেন ইসিবি প্রধান।

এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশের খেলা দেখে ইংল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এতদিন কেন ম্যাচ হোস্ট করিনি আমরা! ওনারা কথা দিয়ে গেছেন, এখান থেকে গিয়েই যত দ্রুত সম্ভব ম্যাচ আয়োজন করা যায় কি না, সে বিষয়টি দেখবেন।’

সব খবর