ঢাকা, শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি, সকাল ১১:৩৫
বাংলা বাংলা English English

শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রক্তাক্ত অভিনেতা (ভিডিও)


ভারতীয় অভিনেতা আমান ধালিওয়াল হামলার শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি জিমের ভেতরে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করেন। এতে মাথা, ঘাড় ও বুকে জখম হয়েছে তার। এ অভিনেতাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিমের ভেতরে আক্রমণের শিকার হওয়ায় ওই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। তারই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ট্রু স্কোপ নিউজ নামে একটি ভারতীয় সংবাদমাধ্যম। তাতে দেখা যায়, অভিনেতা আমানের মাথা, বুক থেকে রক্ত ঝরছে। এ অবস্থায় সুযোগ বুঝে ওই দুর্বৃত্তকে ঝাপটে ধরেন তিনি। ওই সময়েও দুর্বৃত্তের এক হাতে ছোট একটি কুড়াল অন্য হাতে ছুরি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুর্বৃত্তকে ঝাপটে ধরার পর জিমে উপস্থিত অন্য মানুষ এগিয়ে আসেন। পরে তাদের সহযোগিতায় ওই দুর্বৃত্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে তদন্ত করছে স্থানীয় পুলিশ।

পাঞ্জাবের মানসার বাসিন্দা আমান। পড়াশোনার জন্য দিল্লি পাড়ি জমান তিনি। সেখানে গিয়ে মডেলিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। পরবর্তীতে অভিনয়ে ক্যারিয়ার গড়ার জন্য মুম্বাইয়ে যান আমান। ২০০৩ সালে ‘জোগিয়া ভে জোগিয়া তেরি জোগান হো গয়া আঁ’ গানে মডেল হন আমান। গানটি মুক্তির পর প্রথমবার লাইমলাইটে ওঠে আসেন তিনি।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘বিগ ব্রাদার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে আমানের। পরের বছরই ‘জোধা আকবর’ সিনেমায় অভিনয় করেন তিনি। পরে পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেও দর্শকদের মন জয় করেন এই অভিনেতা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সূত্র : ইন্ডিয়া টুডে

সব খবর