ঢাকা, শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি, দুপুর ১২:১২
বাংলা বাংলা English English

শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নৈতিকতা ও শুদ্ধাচার বিষয়ে রংপুর বিএসটিআই বিভাগীয় অফিসের মাসিক সভা অনুষ্ঠিত


নৈতিকতা ও শুদ্ধাচার বিষয়ে রংপুর বিএসটিআই বিভাগীয় অফিসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।উত্তম চর্চার অংশ হিসেবে মাসিক কার্যক্রম পর্যালোচনা করে এ সময় কর্মকর্তাদের মধ্যে উত্তম চর্চার স্মারক উপহার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের কনফারেন্স রুমে সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এই নৈতিকতা ও শুদ্ধাচার বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবীক্ষণ কমিটি পুনর্গঠন করা হয়, কর্ম পরিবেশ উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাব এসময় গ্রহণ করা হয় এবং নবীন কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব গৃহীত হয়।

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান, উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমাদ (মেট্রোলজি) উত্তম চর্চার অংশ হিসেবে মাসিক কার্যক্রম পর্যালোচনা করে কর্মকর্তাদের মধ্যে প্রকৌশলী মো: মেসবাহ উল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও কর্মচারীদের মধ্যে লিটন কুমার রায়, ডাটা এন্ট্রি অপারেটর কে উত্তম চর্চার স্মারক উপহার প্রদান করেন এবং এসময় তিনি সবাইকে জনস্বার্থে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

সব খবর