প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে। তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা-আলাদা হয়।
আজ ১৭ মার্চ ২০২৩, শুক্রবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে। ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র। এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতে আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ
মেষ রাশির জাতকদের আজকের দিনে অত্যন্ত দৌড়ঝাঁপ করতে হবে। তবে পরিশ্রম করলে সাফল্য লাভ করতে পারবেন। কোনো বিশেষ কাজে অধিকাংশ সময় কাটবে। কোনো বিষয়ে আপনার সাংসারিক দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে পারে। এর ফলে অন্যরা সমস্যায় পড়তে পারেন। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ আপনাদের আর্থিক পরিস্থিতি দুর্বল থাকতে পারে। সন্তান সংক্রান্ত বিবাদ অথবা অবসাদ সমাপ্ত হবে।
বৃষ
বৃষ রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ আপনাদের আটকে থাকা কাজ পূর্ণ হবে। কর্মক্ষেত্রে সহযোগীদের থেকে সতর্ক থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসা পূর্ণ আলোচনা করবেন। ফলে আপনার সম্পর্ক মজবুত হবে। ভাইয়ের পরামর্শে ব্যবসায় লাভ হবে। ছাত্ররা নিজের পড়াশোনায় মনোনিবেশ করুন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সাহায্য নিলে লাভবান হবেন।
মিথুন
মিথুন রাশির জাতকরা আজ নিজের সমস্ত কাজ মিটিয়ে ফেলার চেষ্টা করুন। এর ফলে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততায় কাটবে। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি চিন্তিত থাকতে পারেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ফলে আপনার ব্যয় বৃদ্ধি পাবে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হবে।
কর্কট
কর্কট রাশির জাতকদের আজকের দিনটি সুখে কাটবে। আজ আপনাদের ভাগ্য বৃদ্ধি হবে। কোনো ভালো সম্পত্তি পাওয়ার পাশাপাশি ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ করবেন ও এতে সাফল্যও লাভ করবেন।
সিংহ
সিংহ রাশির জাতকদের আজ ভাগ্যবৃদ্ধি হবে। বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা লাভ করবেন। ব্যবসায়িক স্থানে পরিবর্তন আপনার জন্য শুভ প্রমাণিত হবে। ব্যবসায় কোনো ঘনিষ্ঠ সহকর্মীর প্রতি নিষ্ঠা ও মধুরবাণী প্রয়োগ করে ব্যবহার করলে সবার মন জয় করতে পারবেন। পারিবারিক জীবনে সামঞ্জস্য থাকবে। কোনো দূরের আত্মীয়র কাছ থেকে সংবাদ পাবেন। বাচ্চাদের পড়াশোনার বিষয়ে এই রাশির অভিভাবকরা চিন্তিত থাকবেন।
কন্যা
কন্যা রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত শুভ। প্রয়োজনে সহকর্মী ও পরিজনদের পূর্ণ সাহায্য লাভ করবেন। পরিবারে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। তবে আজ আপনার বিবাদ ও মতভেদ এড়িয়ে যান। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। আপনার কাজ সময়ের মধ্যে পুরো হওয়ায় স্বস্তি অনুভব করবেন।
তুলা
তুলা রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত সুখকর। আজ আপনাদের আয় বৃদ্ধি হবে। পাশাপাশি কোথাও আটকে থাকা টাকা ফিরে পাবেন। এর ফলে তুলা জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শ ও সাহায্যে ভেস্তে যাওয়া কাজ সংশোধন করতে সফল হবেন। সময়ের সদ্ব্যবহার করুন। চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করবেন।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকরা মানসিক সন্তুষ্টি অনুভব করবেন। নিজের অভিজ্ঞতা ও যোগ্যতার জোরে নষ্ট হয়ে যাওয়া কাজও সফল করতে পারবেন। কোনো বিশেষজ্ঞের পরামর্শ পাবেন, যার ফলে ভবিষ্যতে ভালো পরিণাম পেতে পারেন। আজ এমন কিছু সুযোগ পাবেন, যার ফলে ব্যস্ততার মাঝেও আনন্দ করতে পারবেন।
ধনু
ধনু রাশির জাতক-জাতিকাদের অর্থ লাভের যোগ রয়েছে। কোনো আটকে থাকা কাজ শুরু হতে পারে। পারিবারিক জীবনের জন্যও আজকের দিনটি সুখপূর্ণ। জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটাবেন। এই রাশির কোনো কোনো জাতকের মনে চাকরি পরিবর্তন ও অধিক মুনাফা অর্জনের চিন্তাভাবনা খেলা করবে। ব্যবসায় ভালো আয় হবে। কোনো চুক্তি চূড়ান্ত হতে পারে।
মকর
মকর রাশির জাতকরা আজ খুব বেশি ব্যস্ত থাকবেন। মনের মধ্যে আনন্দ থাকবে। নিজের ব্যবসায় মনোনিবেশ করুন, এটিই আপনার প্রাথমিক দায়িত্ব হওয়া উচিত। দুপুর পর্যন্ত নিজের ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যবসা ভালোভাবে গুছিয়ে নেবেন। কাজকর্মের হিসাব রাখুন। তা না-হলে সমস্যায় পড়তে পারেন।
কুম্ভ
কুম্ভ রাশির জাতকদের ভাগ্য বৃদ্ধি হবে আজ। একাধিক উৎস থেকে অর্থ লাভ করতে পারবেন। পাশাপাশি আপনার জনপ্রিয়তা বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য লাভের ফলে মনে আনন্দ জাগবে। পারিবারিক জীবনও খুব ভালো থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হবে। প্রেম জীবনে রোমান্স দেখা দেবে। কেনাকাটায় অর্থ ব্যয় করবেন।
মীন
মীন রাশির জাতকদের আজকের দিনটি সুখ-সমৃদ্ধিতে ভরপুর থাকবে। ভাগ্য আপনার সঙ্গ দেবে। পাশাপাশি আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। ঘর-পরিবারে শুভ কাজ অনুষ্ঠিত হতে পারে। কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। বাচ্চাদের কারণে আনন্দ উপভোগ করার সুযোগ পাবেন। রুচি পূর্ণ খাওয়া-দাওয়ার আয়োজন করবেন।