ঢাকা, শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি, দুপুর ১২:৫০
বাংলা বাংলা English English

রমজানে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের প্রতি মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি


রমজানে কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। ১ কোটি পরিবারের মধ্যে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করবে সরকার।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে শরীয়তপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রমজানে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রমজানে দেশের ১ কোটি পরিবারের মধ্যে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করবে সরকার। এর বাইরেও রমজানে জেলা পর্যায়ে ছোলা ও শহরে ন্যায্য মূল্যে খেজুর বিক্রি করা হবে। এসময় ক্রেতাদেরও অতি উৎসাহী হয়ে প্রয়োজনের অধিক খাদ্য পণ্য ক্রয় থেকে বিরত থাকার অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এর আগে বিকেল ৫ টায় ডামুড্যায় স্মার্ট ভিলেজ এক্সপো উদ্বোধন করেন।

এক্সপোতে দেশি-বিদেশি ৬৫ টি ই-কমার্স ভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশনেয়। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালসহ অনেকে।

সব খবর