ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ১১:০৯
বাংলা বাংলা English English

ডেঙ্গু নিয়ে সুখবর দিল স্বাস্থ্য অধিদফতর


ছবি: সংগৃহীত

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় কারও শরীরে ডেঙ্গু শনাক্ত হয়নি। তবে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।

শুক্রবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিভাগের ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৪ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৭ রোগী।

এ ছাড়া এ বছরের ১ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৭৯৬ জন। এদের মধ্যে ঢাকায় ৩৮৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৪০৭ রোগী। এ সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬৬ জন।

 

সব খবর