ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, রাত ১:৩৯
বাংলা বাংলা English English

হাসপাতাল থেকে বেরিয়ে রেলক্রসিংয়ে পুলিশের মৃত্যু


রাজধানীর মগবাজার রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কর্ণ মোহন দে (২৭) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কর্ণ মোহন দে অসুস্থ হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে রাতে হাঁটাহাঁটি করার জন্য বের হন। মগবাজার রেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সানু মারমা বলেন, পুলিশের কনস্টেবল পদে ছিলেন কর্ণ মোহন দে। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলার সদর থানার উত্তর হিন্দু পাড়া গ্রামে।

সব খবর