ঢাকা, শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি, দুপুর ১:০৭
বাংলা বাংলা English English

বাগেরহাটের ফকিরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন উদ্বোধন


বাগেরহাটের ফকিরহাট উপজেলা কেন্দ্রীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৮ মার্চ) সকালে সংসদ সদস্য (বাগেরহাট-১) শেখ হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, খুলনা বিভাগীয় প্রধান মামুন মাহমুদ, বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম অরিফুল হক, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিধান কান্তি হালদার।

এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেস ও মিডিয়া কর্মীসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রায় দুই বছর সময়ে ৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ এই স্টেশনটি নির্মাণ করেছেন।

সব খবর