গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (শুক্রবার) বিকেলে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও শিক্ষার্থীদের নিয়ে গৃধারীপুর সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী,পরে কেক কর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।