ঢাকা, শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি, সকাল ১১:২৬
বাংলা বাংলা English English

পলাশবাড়ীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন পালিত


গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ (শুক্রবার) বিকেলে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও শিক্ষার্থীদের নিয়ে গৃধারীপুর সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী,পরে কেক কর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 

সব খবর