ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান (চঞ্চল) এর জন্মদিন ১৭ মার্চ এবং এই দিনটিতে মহানায়ক জাতীর জনক বঙ্গবন্ধুর শুভ জন্মদিন বিধায় জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ দিনব্যাপি সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ইউএনও নিজের জন্মদিন এর কথা ভুলে গেছেন।
তিনি ভুলে গেলেও ভুলে যাননি কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমাদুল হক মনির, কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা ছাএলীগের সভাপতি জিসান সিকদার, সাধারণ সম্পাদক মাসুদ খান।
উপজেলা চেয়ারম্যান এর আয়োজনে সন্ধার পরে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মিজানুর রহমানের জন্মদিন উপলক্ষে ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কেক কাটা হয়।
ইউএনও মিজানুর রহমানের শুভ জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন, প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব মো: আতিকুর রহমান রুবেল।