ঢাকা, শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি, দুপুর ১২:০৫
বাংলা বাংলা English English

শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে গাঁজাসহ এক যুবক আটক


বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৫ টার দিকে ১৪ নং বারইখালী ইউনিয়নের সুতালড়ী গ্রামের জলিল বয়াতীর ছেলে কামরুল ইসলাম বয়াতীকে(৪০) তার নীজ বাড়ি থেকে থানা পুলিশ আটক করে। এসময় তার কাছ থেকে ৬০০ গ্রাম পরিমানের গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, কোন এক গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কামরুলকে গাঁজাসহ হাতানাতে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এছাড়াও
কামরুল একজন পেশাদার মাদক বিক্রেতা। তার নামে ঢাকার শিবচর থানায় আরও দুটি মাদক মামলা রয়েছে বলেও জানায় মোরেলগঞ্জ থানা পুলিশ।

সব খবর