ঢাকা, শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি, দুপুর ১২:২২
বাংলা বাংলা English English

শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এক রাতে চার বসতঘরে চুরি


এক রাতে চারটি বসতঘরে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা বসতঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার গৌরনদী উপজেলার বার্থী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে ওই গ্রামের ইউপি সদস্য করিম লস্কর জানান, গভীর রাতে বার্থী গ্রামের নিতাই চন্দ্র শীল, কাবুল ঢালী, তারেক ঢালী ও প্রবাসী সাইদুল শেখের বসতঘরে সিঁদ কেটে প্রবেশ করে সংঘবদ্ধ চোরের দল। পরে চার ঘর থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সব খবর