ঢাকা, শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি, দুপুর ১২:৫৪
বাংলা বাংলা English English

টিসিবির পণ্য মজুদ আট


টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে মজুদ করার অভিযোগে এক সাব ডিলারকে আটক করেছে পুলিশ। নগরীর ২৯নং ওয়ার্ড কাশিপুরের শিববাড়ি এলাকা থেকে আটক মামুন মিয়া ওই ওয়ার্ডের টিসিবির ডিলার হুমায়ুন কবিরের সাব ডিলার হিসেবে কাজ করেন।
শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ২৯ নং ওয়ার্ড থেকে অভিযোগ আসে এক টিসিবির ডিলার ঠিকভাবে পণ্য বিক্রি করেন না। পরে শুক্রবার রাতে তার হেফাজত থেকে ১২৭ জনের জন্য নির্ধারিত মালামাল উদ্ধার করা হয়। এয়ারপোর্টে থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সব খবর