ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, দুপুর ১:১১
বাংলা বাংলা English English

কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩০ টাকা


ফাইল ছব

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩০ টাকা। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ৭০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন সেই মরিচ কেজিতে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বৃদ্ধি হওয়াতে দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

রোববার (১৯ মার্চ) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

কাঁচা মরিচ কিনতে আসা আব্দুল আলিম বলেন, কাঁচা মরিচের বাজারে আজ কিছুটা স্বস্তি ফিরেছে। দাম অনেকটাই কম। সামনে রমজান মাস যার জন্য বেশি করে কিনলাম। তবে পেঁয়াজের বাজারে আগুন লেগেছে। প্রতিদিন দাম বৃদ্ধি পাচ্ছে। ভারত থেকে আমদানির অজুহাতে প্রতিদিন দাম বৃদ্ধি করছে কিছু অসাধু ব্যবসায়ী। সরকারের পক্ষ থেকে এখনই জরুরি ব্যবস্থা গ্রহণ করা দরকার।

কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, বগুড়া, পঞ্চগড়, ডোমার, নীলফামারীসহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের আবাদ বেড়েছে। যার ফলে বাজারে সরবরাহও বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন কেজিতে ১০ টাকা করে কমছে। ব্যবসায়ীরা কম দামে কিনে কম দামে বিক্রি করছে। তবে আগের থেকে ক্রেতা অনেকটাই কমেছে। সরবরাহ বেশি থাকলে দাম আরও কমে যাবে বলেও জানান তিনি।

সব খবর