ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:২৮
বাংলা বাংলা English English

৭২ বিচারককে যুগ্ম জেলা জজে পদোন্নতি


বাংলাদেশ সরকার লোগো।

জুডিসিয়াল সার্ভিসের ৭২ জন বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (১৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশ অনুসারে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৭২ জন সিনিয়র সহকারী জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ-বদলি করা হয়েছে।

এর মধ্যে ৩ বিচারককে সুপ্রিম কোর্টের নির্ধারিত তারিখে এবং বাকিদের ২২ মার্চের মধ্যে বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পদোন্নতিপ্রাপ্ত বদলি করা কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে।

এ তালিকার যারা প্রশিক্ষণ বা ছুটিতে আছেন তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে বলে উল্লেখ করেন।

পদোন্নতির তালিকা দেখতে ক্লিক করুন…

সব খবর