ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:১৯
বাংলা বাংলা English English

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৭ জন


দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

রোববার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে তিনজন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি চারজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১১ জন ঢাকায় এবং ১১ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৯ মার্চ ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৩৯৬ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪১১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে ৭৭৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৭৯ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৯৭ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

এ ছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

সব খবর