ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, বিকাল ৩:৩১
বাংলা বাংলা English English

এমএলসি ড্রাফট সোমবার, ১৩ জুলাই লিগ শুরু


আমেরিকান ক্রিকেটে নতুন যুগের শুরু হতে যাচ্ছে। ছয় দলের অংশগ্রহণে এই গ্রীষ্মে শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। সোমবার নাসা জনসন স্পেস সেন্টারে অবস্থিত স্পেন সেন্টার হাউস্টনে হবে এই টুর্নামেন্টের প্রথম ড্রাফট।

কলকাতা নাইট রাইডার্স (লস অ্যাঞ্জেলস), চেন্নাই সুপার কিংস (টেক্সাস) ও দিল্লি ক্যাপিটালস (সিয়াটল) সহ একাধিক আইপিএল দলের মালিক এখানেও বিনিয়োগ করছে কিংবা অংশীদার হতে যাচ্ছে।

ড্রাফটের আগে কয়েকটি দল তাদের নাম ও লোগো উন্মোচন করেছে। প্রতিটি দল তাদের বিদেশি তারকা ক্রিকেটারদের নাম শিগগিরই ঘোষণা করবে। প্রতিটি দলে খেলবেন ৯ জন করে ঘরোয়া ক্রিকেটার।

ড্রাফট হবে স্নেক অর্ডার ফরম্যাটে। মানে যে দল প্রথম রাউন্ডে সবার শেষে ডাকবে, তারা পরের রাউন্ডে প্রথমে ডাকার সুযোগ পাবে। ৯ পর্বে হবে ড্রাফট।

প্রতিটি দল তাদের দল বাছাইয়ের জন্য প্রথম থেকে পাঁচ রাউন্ডে তিন মিনিট এবং ষষ্ঠ থেকে নবম রাউন্ডে দুই মিনিট করে সময় পাবে।

আগামী ১৩ জুলাই মেজর লিগ ক্রিকেট ভেন্যু টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ। ১৮ দিনব্যাপী ১৯ ম্যাচ হবে এই আসরে। ফাইনাল হবে ৩০ জুলাই।

সব খবর