ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, রাত ৯:২২
বাংলা বাংলা English English

শিক্ষকদের ধর্মঘটের ডাক


ছবি: সংগৃহীত

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।

সোমবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে বিটিএ সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া এ ঘাষণা দেন।

তিনি বলেন, এবারের বাজেটে জাতীয়করণের জন্য বরাদ্দ না রাখা হয় তাহলে ১১ জুন থেকে আমরা ধর্মঘট শুরু করব। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।

শিক্ষকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গেও অনেকবার বৈঠকের চেষ্টা করেছি, কিন্তু তিনি সময় দেননি। তাই আমরা এক দাবিতে রাস্তায় নেমেছি।

সমাবেশে জাতীয়করণের দাবি মেনে নিতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান শিক্ষক নেতারা। দাবি বাস্তবায়ন করতে না পারলে তাকে পদত্যাগ করার অনুরোধ জানান তারা।

সব খবর