ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:৫০
বাংলা বাংলা English English

চিরকুমার থাকার পণ ভঙ্গ, বিয়ে করলেন ৭০ বছরের অধ্যাপক


ছবি : সংগৃহীত

চিরকুমার থাকার পণ ভেঙে ৭০ বছর বয়সে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক শওকত আলী। তিনি বাগেরহাট সরকারি কলেজের শিক্ষক ছিলেন। কনে মোংলা উপজেলার শাহিদা আক্তার নাজু (৩৫)।

গত শনিবার (১৮ মার্চ) জাঁকজমকভাবে বিয়ের আয়োজন সম্পন্ন করেন তারা। বিয়েতে ১০ লাখ ১ টাকা দেনমোহর ধার্য করা হয়।

জানা গেছে, পরিবারের হাল ধরতে বিয়ে করা হয়নি সমাজসেবী শিক্ষক শওকত আলীর। এর আগে বিয়ের কথা বলা হলেও চিরকুমার থাকার সিদ্ধান্তে অনড় থেকে তিনি কখনও রাজি হননি। তবে অবসরে যাওয়ার পর ভীষণ একাকীত্ব বোধ করলে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।

বরের এক নিকটাত্মীয় জানান, মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের শাহিদা আক্তার নাজুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শওকত আলী। কনের আগের সংসারের একটি মেয়ে আছে। ওই মেয়েটিরও দায়িত্ব নিয়েছেন তিনি। তারা বর্তমানে শান্তিতে সংসার করছেন।

সব খবর