বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের মো. লিয়াকত শেখের এর এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লিয়াকত শেখের জমির ধান কেটে তার বাড়িতে পৌছে দেন। এতে কৃষক মো. লিয়াকত হোসেন শেখের মুখে হাসি ফুটেছে। ধান কেটে দেওয়ার পর কৃষক লিয়াকত হোসেন বলেন, ‘শ্রমিক সংকট ও অতিরিক্ত পারিশ্রমিকের কারনে আমার জমির ধানগুলো কাটতে পারছিলাম না। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমি তাদের জন্য অনেক দোয়া করি। শুনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তারা আমার জমির ধান কেটে দিয়েছেন। এ জন্য আমি প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুহিন হালদার তিমির ও সাধারণ সম্পাদক আল-আমিন খান জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে গরিব অসহায় যে সব কৃষক টাকার অভাবে শ্রমিক দিয়ে ধান কেটে বাড়িতে নিতে পারছেন না তাদের ধান কেটে ও তা মাড়াই করে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য আমরা এ কর্মসূচী হাতে নিয়েছি। আর এ কাজে সার্বিক সহযোগীতা করছেন স্থানীয় এমপি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম’।