ঢাকা, রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, দুপুর ১২:৪৭
বাংলা বাংলা English English

শায়েস্তাবাদে মা মেয়েকে পিটিয়ে জখমের অভিযোগ


বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদের দক্ষিণ চর আইচা গ্রামে আম পারাকে কেন্দ্র করে মা মেয়েকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত ৭ ই মে রবিবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে ঘটনা ঘটে।
আহতরা হলো ওই এলাকার দুলাল হালদারের স্ত্রী রুনু বেগম ও মেয়ে মনি আক্তার।
এদের মধ্যে গুরুতর রুনু কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মনি প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আহত রুনু জানান, দীর্ঘদিন ধরে রুনু বেগম ও তার পরিবারদের সাথে জমিজমা নিয়ে তার ভাসুর জলিল ও তার পরিবারদের বিরোধ চলে আসছে।
ঘটনার দিন গত রবিবার রুনু বেগম দের গাছের আম পারে জলিলের পরিবার।
বিষয়টা নিয়ে প্রতিবাদ করলে জলিলের ছেলে রাসেল, রাজ্জাক ও তাদের সহযোগী শান্তা, শারমিন পরিকল্পিতভাবে রুনু বেগমের উপর হামলা চালায়। রুনু কে বাঁচাতে তার মেয়ে মনি আসলে তাকেও পিটিয়ে আহত করেন রাজ্জাক সহ অন্যান্যরা।
এই ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

 

সব খবর